ইউক্রেনের মারিওপোল শহরে একটি হাসপাতালের শিশু ও প্রসূতি বিভাগের ওপর বোমা হামলার ঘটনা ঘটেছে। হামলায় অন্তত ১৭ জন আহত হয়েছেন।
এ হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিওবার্তার মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, রাশিয়া কেমন রাষ্ট্র? এরা হাসপাতাল এবং প্রসূতি হাসপাতালেরও ভয় পায়!
যুদ্ধে বিপর্যস্ত রাজধানী কিয়েভের কিছু অংশ, খারকিভ, চেরনিহিভ, সুমি ও মারিওপোলে বেসামরিক মানুষকে সরিয়ে নিতে ১২ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি চলছে। তবে এর মধ্যেও কোথাও কোথাও বোমা হামলার ঘটনা ঘটছে। খবর বিবিসির।
এ হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, প্রসূতি হাসপাতালের কেউ কি রাশিয়ার জন্য অপমানজনক কিছু করেছে? তা হলে কেন হাসপাতালে হামলা চালাল তারা। এ হামলার মাধ্যমে তাদের নৃশংসতার মাত্রা ছাড়িয়ে গেছে। হানাদাররা মারিওপোলের সঙ্গে যা করছে তা ইতোমধ্যে নৃশংসতার চেয়েও বেশি কিছু।
এদিকে সাময়িক যুদ্ধবিরতিতে বাড়িঘর ছেড়ে যাওয়া মানুষের প্রথম দলগুলো ইতোমধ্যে বাসে করে নিরাপদ জায়গার উদ্দেশ্যে রওনা হয়েছে। এরই মধ্যে কিয়েভের উত্তর ও উত্তর-পশ্চিমে রুশ বাহিনীর অব্যাহত আক্রমণের মুখে সেখানে প্রচণ্ড লড়াই চলছে।