টেস্ট দলের ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষনা করেছে অস্ট্রেলিয়া।
আগামী মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি সিরিজ শেষ হবার চারদিন পর ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে অসিরা।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নির্বাচকরা বিশ্রাম দিয়েছেন তিন পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড এবং মিচেল মার্শ-ট্রাভিস হেডসহ আরও কিছু টেস্ট খেলোয়াড়কে।
সম্প্রতি মেরুদন্ডের নিচের অংশে অস্ত্রোপচার হওয়ায় পুরো গ্রীষ্ম মৌসুমের জন্য ছিটকে গেছেন অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন।
টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়েছে জশ ইংলিস, এডাম জাম্পা, গ্লেন ম্যাক্সওয়েল এবং ম্যাট শর্টকে। এখনো অধিনায়কের নাম জানায়নি অস্ট্রেলিয়া। সাধারণত টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেন মার্শ।
ইনজুরি থেকে সুস্থ হয়ে দলে ফিরেছেন পেসার জেভিয়ার বার্টলেট, ন্যাথান এলিস এবং স্পেন্সার জনসন।
প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘এই দলের সবাই টি-টোয়েন্টি ফরম্যাটে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছে। পুরো সিরিজেই তাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা ভালোভাবে কাজে লাগাবে বলে আমরা আশা করছি।’
দুই সপ্তাহ আগে ঘোষিত ওয়ানডে দলে রাখা হয়েছে কামিন্স, স্টার্ক ও হ্যাজেলউডকে। তবে ঐ সিরিজে পিতৃত্বকালীন ছুটিতে থাকবেন মার্শ ও হেড।
১৪ নভেম্বর থেকে ব্রিসবেনে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া। পরের দু’টি হবে যথাক্রমে ১৬ এবং ১৮ নভেম্বর। ২২ নভেম্বর থেকে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া।
৪ নভেম্বর থেকে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামবে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দল : সিন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, ন্যাথান এলিস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, জশ ইংলিস, স্পেন্সার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস, এডাম জাম্পা।