ভোটের শেষ বেলায় এসে তার ওপর হামলার ঘটনায় মামলা করেছেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। মামলায় অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।
হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ সোমবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ডিএমপির বনানী থানায় মামলাটি করেন। বনানী থানার মামলা নম্বর-১৭।
মামলায় আসামিদের বিরুদ্ধে ১৪৩, ৩৪১, ৩২৩, ৩০৭ ধারা এবং ২৩ পেনাল কোডে অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার বিকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের মামলার বিষয়টি নিশ্চিত করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, সোমবার সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হলে হিরো আলম তার ব্যক্তিগত সহকারী পরান সরকার, প্রতিনিধি রাজীব খন্দকার, মো. রনি এবং মো. আল আমিনসহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করতে থাকেন।
বিকাল সাড়ে তিনটার দিকে বনানী থানার ২৪/এ নম্বর সড়কের বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে বের হলে ৩টা ৪০ মিনিটে অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জন তাদের ওপর হামলা করে। তারা হিরো আলমকে হত্যার উদ্দেশ্যে কিলঘুসি মারতে থাকে। একপর্যায়ে একজন হিরো আলমকে হত্যার উদ্দেশ্যে শার্টের কলার চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে।
এদিকে হিরো আলমের ওপরে হামলার ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার সাতজনের প্রত্যেককে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠিয়েছে পুলিশ।
সোমবার ঢাকা-১৭ আসনে উপনির্বাচন হয়। ভোটগ্রহণ শেষ হওয়ার ঘণ্টাখানেক আগে বনানীতে হিরো আলমকে মারধর করেন নৌকার ব্যাজধারী একদল যুবক। মারধরের পর ধাওয়া দিয়ে হিরো আলমকে এলাকাছাড়া করেন হামলাকারীরা।
ওই নির্বাচনে বেসরকারি ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র পার্থী হিরো আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট। এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন আটজন প্রার্থী।