প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠকে যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী নাইজেল হাডলস্টন
‘সংবিধান অনুযায়ী নির্বাচন হবে’ এটা বিএনপি মেনে নিলে আওয়ামী লীগ সংলাপ করতে রাজি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
তিনি বলেন, ‘তবে সেই সংলাপ কেয়ারটেকার সরকার ইস্যুতে হবে না। কেয়ারটেকার সরকার তো হবে না। আমরা তো সেটা বলে দিয়েছি।’
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ ভবনে বুধবার সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে আলোচনা করেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী নাইজেল হাডলস্টন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন তারা।
সালমান এফ রহমান বলেন, ‘বিএনপি যখন বলবে তারা ইলেকশনে অংশগ্রহণ করতে রাজি, তারা অংশগ্রহণ করবে, কিন্তু তাদের এই এই গ্যারান্টি দিয়ে দিতে হবে যে, ইলেকশন ফ্রি করার জন্য তাদের এটা দরকার-ওটা দরকার। ওই কথাগুলো বলার জন্য আমরা কিন্তু প্রস্তুত আছি।’
নির্বাচন সংবিধান অনুযায়ী হবে উল্লেখ করে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, ‘সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন, তারপর যদি ইলেকশন কমিশনকে আরও শক্তিশালী করতে হয়, ডাকেন, ওটা নিয়ে যদি কথা বলতে চান, আমাদের কথা বলতে কোনো আপত্তি নেই। আমরা ডায়ালগ করতে রাজি আছি।’
‘ওরা ডায়ালগ করবে কেয়ারটেকার সরকার কীভাবে হবে। কেয়ারটেকার সরকার তো হবে না। আমরা তো সেটা বলে দিয়েছি। সংবিধান হয়ে গেছে, আইনটা হয়ে গেছে। এখন এটা নিয়ে আমরা ডায়ালগ করতে পারব না।’
যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী নাইজেল হাডলস্টনের সফরের বিষয়ে সালমান এফ রহমান বলেন, ‘দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের লক্ষ্যে তিনি বাংলাদেশ সফরে এসেছেন। বৈঠকে বাণিজ্য ও ব্যবসা নিয়েই ৯০ শতাংশ কথা হয়েছে। তবে রোহিঙ্গা ইস্যুতে কথা বলতে গিয়ে রাজনীতি নিয়ে কথা হয়েছে।
‘ইউকে একটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়। আমরাও নির্বাচন কমিশনকে শক্তিশালী করেছি। সরকার নিরপেক্ষ নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের ইসি স্বাধীন। অনেক সিটি করপোরেশন নির্বাচন নিরপেক্ষ হচ্ছে এটা তার প্রমাণ।’
যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ হবে জানিয়ে সালমান এফ রহমান বলেন, ‘যুক্তরাজ্য থেকে এয়ারবাস ক্রয়ের বিষয়ে কথা হয়েছে। জিএসপির পর ডিসিটিএস স্কিম দুদেশের বাণিজ্যে নতুন সম্ভাবনা দেখাবে। শুল্ক সুবিধা ঘিরে এর থেকে বড় শিল্পের পাশাপাশি সুবিধা পাবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাও।’
যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী নাইজেল হাডলস্টন সাংবাদিকদের বলেন, তার দেশ কর্মসংস্থান সৃষ্টি ও উভয় দেশের অর্থনীতি বিকাশের লক্ষ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক তৈরিতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
‘বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের একটি দৃঢ় ও স্থায়ী সম্পর্ক রয়েছে। গত এক বছরে বাংলাদেশের সঙ্গে আমাদের বাণিজ্যও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ঢাকায় এটি আমার প্রথম সফর। দুদেশের মধ্যে বাণিজ্যের বাধাগুলো দূর করে পারস্পরিক সমৃদ্ধি বাড়াতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার জন্য আমি উন্মুখ।