রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে প্রধান নির্বাচন কমিশনারসহ চার কমিশনার বঙ্গভবনে গেছেন। সোমবার দুপুর ১২টার কিছু সময় পর তারা বঙ্গভবনে প্রবেশ করেন। বেলা সাড়ে ১২টার দিকে রাষ্ট্রপতির সঙ্গে তাদের সাক্ষাৎ শুরু হয়।
সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে যাওয়া অন্য তিন কমিশনার হলেন- ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা ও মো. আলমগীর। তাদের সঙ্গে আছেন ইসি সচিব জাহাংগীর আলম।
এদিকে ইসি মো. আনিছুর রহমান বর্তমানে দেশের বাইরে থাকায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় উপস্থিত নেই বলে জানা গেছে।
গত ১২ ফেব্রুয়ারি দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার ও সাবেক জেলা ও দায়রা জজ ৭৩ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ।
একমাত্র প্রার্থী হওয়ায় ১৩ ফেব্রুয়ারি মো. সাহাবুদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। সেদিনই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন সচিবালয়। এরপর তিনি ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়ে দায়িত্বগ্রহণ করেন।