বাস চালাতে চালাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন চালক। ফলে নিয়ন্ত্রণহীন ভাবে বাসটি চলছিল। এ দৃশ্য দেখে পেছনে থেকে দৌড়ে এসে বাসটি থামিয়ে ফেলেন সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী। আর এতে প্রাণে বেঁচে যায় তার বন্ধুরা। বুধবার যুক্তরাষ্ট্রের মিশিগানে এ ঘটনা ঘটে।
ওয়ারেন কনসোলিডেটেড স্কুলের দ্বারা প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে ড্রাইভার বাস চালানোর সময় মাথা নাড়ছে এবং ছাত্র ডিলন রিভস কিছুক্ষণ পরেই ক্যামেরার ফ্রেমে প্রবেশ করছে এবং স্টিয়ারিং হুইল ধরছে। পরে সে সফলভাবে বাসটি থামাতে সক্ষম হয়।
বাসের চালক অসুস্থ হওয়ার পর অনেকে জরুরি নম্বর ৯১১ এ কল করে। আবার কেউ কেউ চিৎকার করতে শুরু করে। ওই বাসটিতে ৬৬ জন যাত্রী ছিল।
ওই শিক্ষার্থী দেখতে পায় বাসের চালক কাঁপছিলেন। এরপরই সে দৌড়ে এসে বাসটি নিরাপদে দাঁড় করায়। পরে পুলিশের সহযোগিতা চাওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সবাইকে উদ্ধার করে।
ওই শিক্ষার্থীর নাম ডিলন। তার এমন সাহসিকাণ্ডে স্কুল কর্তৃপক্ষ অভিনন্দন জানিয়েছে।
এদিকে কী কারণে চালক অসুস্থ হয়েছে তার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে স্কুল কর্তৃপক্ষ।