দক্ষিণ ফিলিপাইনে বড়দিনের বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ১৩ জনে প্রাণহানি ঘটেছে। এছাড়া আরও ২৩ জন নিখোঁজ রয়েছে বরে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
দেশটির দুর্যোগ এজেন্সি জানিয়েছে, দুই দিনের ভারী বর্ষণে বড়দিনের উদযাপন ব্যাহত হওয়ার পর আকস্মিক বন্যায় ডুবে বেশিরভাগের মৃত্যু হয়েছে এবং বাস্তুচ্যুত হয়ে আরও ৪৫ হাজারের বেশি লোক আশ্রয় কেন্দ্রে রয়েছে।
মিসামিস অক্সিডেন্টাল প্রদেশের ক্লারিন শহরের দুর্যোগ সংস্থার প্রধান কারমেলিটো হেরে ডিজেডবিবি রেডিও স্টেশনকে জানিয়েছেন, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং কৃষির ক্ষতির মূল্যায়ন করা হচ্ছে।
ক্লারিন শহরের মেয়র ইমেটিরিও রোয়া রেডিওতে বলেছেন, ‘এখানে বড় ক্ষতির কারণ হলো গবাদি পশু। কারণ লোকেদের অনেকেই গবাদি পশুর ওপর নির্ভরশীল।’