কুকুরটির নাম জোয়ি। হারিয়ে গিয়েছিল ২০১০ সালে। বছর কয়েক গড়ানোর পর ধরেই নেওয়া হয়েছিল বেঁচে নেই সেটি। তবে সে ধারণা ভুল প্রমাণ করে ১২ বছর পর জোয়িকে ফিরে পেয়েছেন মালিক।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্টকটন শহরের কাছে একটি গাড়ি থেকে জোয়িকে ফেলে দেওয়া হয়। সেটিকে খুঁজে পান এক ব্যক্তি। দেরি না করে পুলিশকে ফোন করেন তিনি। জানান, কুকুরটির অবস্থা তেমন ভালো নয়।
পরে কুকুরটিকে উদ্ধার করেন পুলিশ সদস্যরা। সেটির শরীরে থাকা শনাক্তকারী মাইক্রোচিপ খতিয়ে জানা যায়, ২০১০ সাল থেকে নিখোঁজ হয় জোয়ি। এ বিষয়ে পুলিশ কর্মকর্তা সান জোয়াকুইন বলেন, দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকায় ২০১৫ সালে কুকুরটিকে মৃত হিসেবে ধরে নেয় মাইক্রোচিপ কোম্পানিটি।
জোয়ির শরীরে থাকা মাইক্রোচিপটি স্ক্যান করেছিলেন পুলিশ কর্মকর্তা ব্রান্ডন লেভিন। সেটির সূত্র ধরে মাইক্রোচিপ প্রতিষ্ঠান থেকে জোয়ির মালিকের বিস্তারিত পরিচয় পাওয়া যায়। এর মধ্যে ছিল তাঁর ফোন নম্বরও। কপাল ভালো থাকায় ১২ বছর আগের ফোন নম্বরটিই এখনো ব্যবহার করছিলেন তিনি। ফোনে এত দিন পর পোষা কুকুরের সন্ধান পেয়ে একপ্রকার চমকে যান তিনি।
জোয়ির মালিকের নাম মিশেল। বাড়ি লুইজিয়ানা অঙ্গরাজ্যের লাফায়েত এলাকায়। জোয়িকে যেখানে খুঁজে পাওয়া যায়, সেখান থেকে এর দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার। মিশেল জানান, জোয়ি ও এটির যমজ বোনকে ছয় মাস বয়স থেকে পোষা শুরু করেন তিনি। এরপর মাত্র ছয় মাস তাঁর কাছে ছিল কুকুর দুটি। একদিন পরিবারের সঙ্গে ২০ মিনিটের জন্য দোকানে গিয়েছিলেন মিশেল। ফিরে এসে আর জোয়িকে খুঁজে পাননি।
জোয়িকে ফিরে পাওয়ার আগে মিশেল বলেছিলেন, ‘আমি আদতে ভাবিনি যে কখনো এমনটি ঘটবে (হারিয়ে যাবে)। এ কারণে আমি খুবই উতলা হয়ে আছি। আমি আশা করছি, ওকে ফিরে পাব, সুস্থ করে তুলব এবং বাকি জীবনটা ভালোভাবে বাঁচার সুযোগ করে দেব।’
- Collected from Prothom Alo