16.7 C
Sydney

রাজনীতিআমরা রাজনৈতিক প্রতিপক্ষ, শত্রু নই, সমাবেশের সুযোগ দিন: নজরুল ইসলাম খান

আমরা রাজনৈতিক প্রতিপক্ষ, শত্রু নই, সমাবেশের সুযোগ দিন: নজরুল ইসলাম খান

প্রকাশের তারিখঃ

বিএনপির স্থায়ী কমিটির অন্যতম প্রবীণ সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা (বিএনপি) কারো শত্রু নই, আমরা রাজনৈতিক প্রতিপক্ষ। কারো সাথে আমাদের দ্বন্দ্ব নাই। বিএনপির শান্তির্পূণ ও সুশৃংখল পরিবেশে গণতান্ত্রিক সমাবেশ করতে চাই, আমাদের সে সুযোগ দিন। এ জন্য প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করছি। দেশের নাগরিক হিসেবে সংবিধানের সবটুকু অধিকার আমরা পেতে চাই।

শুক্রবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে বিএনপির বিভাগীয় গণসমাবেশ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বেগম খালেদা জিয়ার মুক্তি, তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, জ্বালানী তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে বিএনপি পাঁচ নেতা হত্যা ও হামলা-মামলার প্রতিবাদে ময়মনসিংহে এই গনসমাবেশের আয়োজন করেছে বিভাগীয় বিএনপি।

এ সময় নজরুল ইসলাম খান আরও বলেন, চট্টগ্রাম সমাবেশের তিন আগে প্যালোগ্রাউন্ড বরাদ্ধ দিয়েছে প্রশাসন। ইতিমধ্যে বরিশাল, সিলেটের সমাবেশের স্থান দেওয়া হয়েছে। কিন্তু ময়মনসিংহে কি এমন হয়েছে যে প্রশাসন মাঠের অনুমতি দিচ্ছে না।

তিনি আরও বলেন, এটা বিভাগীয় সমাবেশ, ৭ জেলার নেতাকর্মীরা আসবে। সে জন্য আমরা সুশৃংখল শান্তিপূর্ন সমাবেশ করতে বড় মাঠ চাই। আর যদি সারা শহরে সমাবেশের নেতাকর্মীরা ছড়িয়ে থাকে তাহলে তাদের শৃংখলার নিশ্চয়তা কে দেবে। আশা করছি প্রশাসন বড় সমাবেশের জন্য মাঠ বরাদ্ধ দিবে।

সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি ও হুইপ মশিউর রহমান বলেন, এখন পর্যন্ত সমাবেশের মাঠ দেওয়া হয়নি। সেই সাখে সমাবেশে বাঁধা দিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, সমাবেশ বাঁধাগ্রস্থ করতে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। এছাড়াও সরকারী দলের পক্ষ থেকে কাউন্টার প্রোগ্রাম দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী চা খাওয়ার দাওয়াত দেন, অথচ আমরা (বিএনপি) সমাবেশের জন্য মাঠ পাবো না, এটা হতে পারে না। ভয়-ভীতি দেখিয়ে সমাবেশ বাঁধাগ্রস্থ করা যাবে না।

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, গত ৬ অক্টোবর প্রশাসনের কাছে সমাবেশের জন্য সার্কিট হাউস মাঠের ব্যাপারে আবেদন করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সমাবেশের জন্য মাঠের অনুমতি দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, বড় মাঠে সমাবেশের জনস্রোত আড়াঁল করার জন্য মাঠে অনুমতি দেওয়া হচ্ছে না। কিন্তু এই জনস্রোত যদি সারা শহরে ছড়িয়ে যায়, আর তাতে যদি কোন বিশৃংখলা হয় এর দায়-দ্বায়িত্ব প্রশাসনকেই নিতে হবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির আহবায়ক এনায়েত উল্লাহ কালম, যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এম.এ হান্নান খান, শামীম আজাদ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফখরুদ্দিন আহেমেদ বাচ্চু, আখতারুজ্জামান বাচ্চু প্রমূখ।

 

 

সর্বশেষ

spot_img

জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

ডেইলি মার্ক নিউজে জনপ্রিয়

ভারত-বাংলাদেশের যৌথ অংশগ্রহণে ব্রেমেনে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন

মো. নাজিম উদ্দীন, ব্রেমেন প্রতিনিধি: বিশ্বসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা...

উজবেকিস্তানের সাথে সরাসরি যোগাযোগ স্থাপনে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারস্পরিক স্বার্থে উজবেকিস্তানের সঙ্গে সরাসরি যোগাযোগ...

প্রধানমন্ত্রী আগামী সেপ্টেম্বরে ভারত সফর করবেন বলে আশা করা হচ্ছে : মোমেন

পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী...

অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ার সিডনির কোগরার ফ্রাই রিজার্ভ ও মিন্টুতে আজকের ঈদুল ফিতরের...

ডেইলি মার্ক নিউজে সর্বশেষ
Latest

আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা অনুষ্ঠিত

আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২য় সভা আজ মঙ্গলবার...

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন গ্রীজম্যান

২০১৮ বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা আঁতোয়ান গ্রীজম্যান আন্তর্জাতিক ফুটবল...

সংকটের সামনে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে আছে আন্তর্জাতিক সম্প্রদায়: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন,...

প্রশাসনে আওয়ামী দোসরদের রেখে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়: রিজভী আহমেদ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন,...