ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ, সিলেট ও সুনামগঞ্জের সাংবাদিকদেরকে আর্থিক সহযোগিতা দেওয়ার উদ্যোগ গ্রহন করেছেঅস্ট্রেলিয়ার প্রবাসি বাংলাদেশি লেখক ও সাংবাদিকদের বৃহত্তম সংগঠন ‘অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন’। সংগঠনেরকার্যকরী পরিষদের এক জরুরি টেলিকনফারেন্সের মাধ্যমে এই সহযোগিতার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মাদ আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ জানান, বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন মানবিক সদস্য এমডি জীবন মাহমুদের মাধ্যমে আমরা ইতোমধ্যেই বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট ওসুনামগঞ্জবাসীর মৌলিক চাহিদা পূরণে জন্য কিছু অনুদান পাঠিয়েছি। তিনি নিজে উপস্থিত থেকে অসহায় মানুষের মাঝে ত্রাণসমগ্রীপৌঁছে দিয়েছেন।
সংগঠনের সভাপতি মোহাম্মাদ আব্দুল মতিন আরো জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ, সিলেট ও সুনামগঞ্জের সাংবাদিকদেরতালিকা করার জন্য ঢাকাস্থ দুইজন সিনিয়র সাংবাদিককে দায়িত্ব প্রদান করা হয়েছে। ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের তালিকা পেলে বিকাশেরমাধ্যমে তাদেরকে সামান্য আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার প্রবাসি বাংলাদেশিদের ৫০ বছরের ইতিহাসে সর্বপ্রথম গঠিত লেখক ও সাংবাদিকদের বৃহত্তম সংগঠন ‘অস্ট্রেলিয়াবাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন’ মানবিক সহযোগিতায় অনবদ্য ভূমিকা পালন করে আসছে। বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষেরকল্যাণে কাজ করে এই সংগঠনটি। শুধু বাংলাদেশেই নয়, অস্ট্রেলিয়ার বিভিন্ন দুর্যোগেও সহযোগিতার হাত সম্প্রসারিত করে থাকেঅস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন।


 
                                    

