সিডনির মিন্টুতে আগামী ২৮ মে’র বৈশাখী মেলার আয়োজন সম্পর্ক-এ সংবাদ সম্মেলন করেছে মেলা উদযাপন কমিটি বঙ্গবন্ধু পরিষদ সিডনি অস্ট্রেলিয়া।
রোববার বিকালে মিন্টুর নবাব রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি ড. মাসুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. রতন কুন্ড।

সিডনির টেম্পি পার্ক বৈশাখী মেলার রূপকার, বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সহ সভাপতি, বঙ্গবন্ধু পরিষদ সিডনি অস্ট্রেলিয়ায় সাধারণ সম্পাদক ও বৈশাখী মেলার মূল সমন্বয়ক গাউসুল আলম শাহজাদা এই মতবিনিময় সভায় আগামী ২৮ মে (শনিবার) তারিখের মেলার বিস্তারিত তুলে ধরেন।

করোনা মহামারীর কারণে পরপর দুই বছর মেলা স্থগিত থাকায় এবারের মেলায় অনেক বেশি দর্শক সমাগম হতে পারে, সেজন্য তিনি ব্যাংকসটাউন প্যাসওয়ের মতো বিশাল ভেনু নির্বাচন করেছেন বলেও জানান।
গাউসুল আলম শাহজাদা অতীত অভিজ্ঞতার আলোকে এবারের মেলাকে ত্রুটিমুক্ত ও আরও উপভোগ্য করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও জানান, মেলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিল্পী মমতাজ বেগম এমপি এবং সংশ্লিষ্টরা মেলবোর্নে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
মেলার দিন ব্যাংকসটাউন স্টেশন থেকে পেসওয়ে পর্যন্ত ফ্রি শাটল বাস চলবে। যারা ট্রেনে করে আসবেন তারা নির্বিঘ্নে এই বাসে করে মেলা প্রাঙ্গনে যেতে পারবেন। মেলা প্রাঙ্গনে পার্কিংয়ের সু-ব্যবস্থার জন্য কিছু পরিবর্তন আনা হয়েছে বলেও তিনি জানান।
মেলা প্রবেশে মূল্য জন প্রতি ১২ ডলার থেকে কমিয়ে ১০ ডলার এবং একটি গাড়ী পার্কিং এর জন্য আরও ১০ ডলারের টিকেট সংগ্রহ করতে হবে। তবে ৬ বছরের নীচে শিশুরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবে ।
মেলার টিকেট লাকেম্বা, ইঙ্গেলবার্ন, মিন্টো, ব্লাকটাউন, ইস্ট হিলসসহ বিভিন্ন বাংলাদেশি গ্রোসারি দোকানে পাওয়া যাচ্ছে বলে তিনি জানান। এছাড়া মেলা প্রাঙ্গনেও টিকেট পাওয়া যাবে।

বৈশাখী মেলায় খাবারের স্টল, পোষাক-আষাকসহ বিভিন্ন স্টল এবং জাঁকজমক পূর্ণ ফায়ার ওয়ার্কস্ থাকছে। সকাল ১০ টা থেকে শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত। আগের চেয়ে অনেক বড় ভেন্যুতে অনুষ্ঠিতব্য এই মেলার প্রধান আকর্ষণ জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী মমতাজ বেগম এমপি ছাড়াও অস্ট্রেলিয়ার স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করবেন।।
গাউসুল আলম শাহজাদা উপস্থিত সাংবাদিক ও আগত অতিথিদের কিছু প্রশ্নের জবাব দেয়ার পাশাপাশি তাদের পরামর্শ গ্রহণ করেন। এই মতবিনিময় অনুষ্ঠানে মিডিয়া ব্যক্তিবর্গ, সংগঠন প্রধানগণ, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেষে ড. মাসুদুল হক মেলাটি সার্থক করার জন্য আগত সবার সহযোগিতা কামনা করে ও আন্তরিক ধন্যবাদ জানিয়ে সংবাদ সম্মেলন শেষ করেন।
দ্যা ডেইলি মার্ক নিউজ / নাইম আবদুল্লাহ/সুরঞ্জিত বিশ্বাস সুমন


 
                                    

