মো. নাজিম উদ্দীন, ব্রেমেন প্রতিনিধি: বিশ্বসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা কবি গুরু বরীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে জার্মানির ব্রেমেন শহরে।
ভারতীয় সাংস্কৃতিক সংগঠন ‘দূর্গা পূজা ও কালচারাল সংগঠন (ব্রেমেন)’ এর আয়েজনে বাংলাদেশ ও ভারতীয় কমিউনিটির অংশগ্রহণে হুছটিংয়ের একটি অডিটরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে কবি গুরুর জন্মজয়ন্তী উদযাপন করা হয়। আলোচনা করা হয় বাংলা সাহিত্যে বিশ্ব কবির অবদান নিয়ে।
৪০ বছরের বেশি সময় ধরে ‘দূর্গা পূজা ও কালচারাল সংগঠন (ব্রেমেন)’ দূর্গা পূজা উদযাপন করার পাশাপাশি এ বছর প্রথম উদযাপন করেন কবি গুরুর জন্মজয়ন্তী। কোলকাতা ও বাংলাদেশের শিল্পীদের গান, নাচ, আবৃত্তি ও বাঁশির সুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করের ব্রেমেনে বসবাসকারি কোলকাতা ও বাংলাদেশের অসংখ্য রবীন্দ্রপ্রেমী মানুষ। অডিটরিয়ামে কয়েকজন জার্মান নাগরিকও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
আগামী বছরগুলোতে ‘দূর্গা পূজা ও কালচারাল সংগঠন (ব্রেমেন)’ এবং বাংলাদেশ কমিউনিটির যৌথ আয়োজনে বড় পরিসরে কবি গুরুর জন্মজয়ন্তীসহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার আশা প্রকাশ করেন কমিটির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. অজয় পালিত।
অনুষ্ঠানে ভারতীয় কমিউনিটর পক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন সোমা পালিত, ড. সুভেন্দু চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, জনাব প্রণয় সানায়াল, ইশহানি চক্রবর্তীসহ আরো অনেকেই। বাংলাদেশ কমিউনিটির শিল্পী জনাব জুয়েল দাশ, আহমেদ কায়সার, অলক নাথ, নওশের আহমেদ সিকদার, দিয়ানথ হোসেন পিয়াল এর মনোরম গান, আবৃত্তি ও বাঁশির সুরে শেষ হয় রবীন্দ্রনাথের ১৬১তম জন্মজয়ন্তী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ড. অজয় পালিত।