আবারও ফ্রান্সের প্রেসিডেন্ট হওয়ার পথে রয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
রবিবার অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে কট্টর ডানপন্থী প্রার্থী মেরিন লা পেনকে হারিয়ে সুস্পষ্ট জয়ের পথে রয়েছেন তিনি।
ফরাসি সংবাদমাধ্যমগুলো ভোটের প্রকৃত ফল এবং বুথফেরত জরিপের সমন্বয়ে তার জয়ের এই পূর্বাভাস হাজির করেছে। মেরিন লা পেন ইতোমধ্যেই নিজের পরাজয় মেনে নিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
এ নিয়ে টানা দ্বিতীয়বারের ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন ইমানুয়েল ম্যাক্রোঁ। গত দুই দশকের মধ্যে প্রথমবারের মতো টানা দুই মেয়াদে সরকার গঠনের রেকর্ড গড়তে যাচ্ছেন তিনি।
দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ায় এরইমধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ বিশ্বনেতাদের কাছ থেকে অভিনন্দন বার্তা পেতে শুরু করেছেন ইমানুয়েল ম্যাক্রোঁ।
এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়নি। তবে অনানুষ্ঠানিক বা বেসরকারি ফলাফলে ম্যাক্রোঁ পেয়েছেন ৫৮ শতাংশ ভোট। অভিবাসন বিরোধী ও মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচিত তার প্রতিদ্বন্দ্বী মেরিন লা পেন পেয়েছেন ৪২ শতাংশ ভোট। ২০১৭ সালেও ম্যাক্রোঁর কাছে পরাজিত হয়েছিলেন তিনি।
রবিবার দিবাগত রাতে ম্যাক্রোঁর জয়ের পূর্বাভাস আসতেই উল্লাসে ফেটে পড়েন তার সমর্থকরা। এ সময় অনেককে ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নের পতাকা উড়িয়ে পরস্পরকে আলিঙ্গন করতে দেখা যায়। ম্যাক্রোঁ শিবিরে যখন উচ্ছ্বাসের ছাপ, ঠিক সেই সময়ে উল্টো চিত্র দেখা গেছে লা পেনের সমর্থকদের মধ্যে। তবে জনগণের রায়ের শ্রদ্ধা প্রদর্শনের কথা জানিয়েছেন মেরিন লা পেন।