বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হওয়ার আশঙ্কা নেই বলে মনে করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ।
সরকারকে এখন থেকেই এ বিষয়ে সর্তক থাকতে হবেও বলেছে সংস্থাটি।
বুধবার সকালে এশিয়ান ডেভলপমেন্ট আউটলুক ২০২২ এর প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন সংস্থার কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং।
এ অনলাইন আলচনায় সদস্য দেশগুলোর অর্থনৈতিক পরিস্থিতির ওপর প্রতিবেদন প্রকাশ করে এডিবি।
এডিবি বলছে, চলতি অর্থবছরেও বাংলাদেশে উচ্চপ্রবৃদ্ধি বজায় থাকবে। চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৯ শতাংশ এবং আগামী অর্থবছরে তা আরও বেড়ে দাঁড়াতে পারে ৭ দশমিক ১ শতাংশে।
এশীয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং এসময় আরো বলেন, সরকারি ব্যয় বৃদ্ধি, বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ, অভ্যন্তরীণ চাহিদা ও রপ্তানি এ প্রবৃদ্ধির পেছনে ভূমিকা রাখছে।
প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন-রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ ও দেশের বাজারে অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে খাদ্য- ভোগ্যপণ্য, গ্যাস ও তেলের দাম বেড়ে যাওয়ায় ২০২২ অর্থবছরে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়াতে পারে ৬ শতাংশে।
এডিবির প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারির নেতিবাচক প্রভাব কমে যাওয়ায় বাড়বে জীবনযাত্রার ব্যয়। এতে করে বৈদেশিক লেনদেনে চলতি হিসেবে ঘাটতি জিডিপির ২ দশমিক ৭ শতাংশ হতে পারে যা গত অর্থবছরে ছিল মাত্র ০ দশমিক ৯ শতাংশ। ফলে ডলারের বিপরীতে দুর্বল হতে পারে টাকা ।