মাহমুদুল হাসান জয়ের ১৩৭ রানের অসাধারণ এক ইনিংস ও সেঞ্চুরিতে বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ সব উইকেট হারিয়ে ২৯৮ রান। যার ফলে প্রথম ইনিংসে ৩৬৭ রান করা দক্ষিণ আফ্রিকা পেয়েছে ৬৯ রানের লিড।
শনিবার ডারবান টেস্টের তৃতীয় দিনের প্রথম দুই সেশনে বাংলাদেশের পারফরম্যান্স অনবদ্য হলেও চা বিরতির পরের ৯ ওভারেই শেষ ৩ উইকেট হারিয়ে শেষ হয়ে যায় সফরকারীদের প্রথম ইনিংস।
বাংলাদেশের ইনিংস ৩০০ রানের বেশি বা লিড হতে পারে একসময় এমন মনে হলেও, জয়কে কেউ সঙ্গ না দিতে পারার কারণেই উল্টো ৬৯ রানে পিছিয়ে থেকে শেষ করতে হয় ইনিংস। শেষ পর্যন্ত অবশ্য শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন জয়।
লিজাড উইলিয়ামসের বলে ক্যাচ দেওয়ার আগ পর্যন্ত ১৫ বাউন্ডারি ও ২ ছক্কায় করেন ১৩৭ রান ৩২৬ বলে। আর ক্রিজে ছিলেন ৪৪২ মিনিট এই বাংলাদেশি ওপেনার। জয় ছাড়াও এদিন বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে লিটন দাস করছেন ৪১ রান, মেহেদী হাসান মিরাজ ২৯ রান ও ইয়াসির আলীর করেছেন ২২ রান।
আর দক্ষিণ আফ্রিকান বোলারদের মধ্যে সিমন হারমার ১০৩ রানে পেয়েছেন ৪ উইকেট। লিজাড উইলিয়ামস ৫৪ রানে নিয়েছেন ৩ উইকেট। আর একটি করে উইকেট নিয়েছেন ডুয়ান ওলিভিয়ের ও উইয়ান মুল্ডারের।
শেষ বিকেলে বৃষ্টি ও আলোর স্বল্পতার কারণে মাঠে বল গড়েছে মাত্র ৪ ওভার। দ্বিতীয় ইনিংসে বাট করতে নামা দক্ষিণ আফ্রিকা কোনও উইকেট না হারিয়ে করেছে ৬ রান । ফলে প্রথম ইনিংসে ৩৬৭ রান করা স্বাগতিকরা পেয়েছে ৭৫ রানের লিড। তৃতীয় দিন শেষে দু্ই ওপেনার ডিন এলগার ৩ ও সারেল এরউই ৩ রানে অপরাজিত থাকেন।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ১ ম ইনিংস ও ২ য় ইনিংস : ৩৬৭ ও ৪ ওভারে ৬/০ (এরউয়ি ৩*, এলগার ৩*; খালেদ ১-০-১-০, মিরাজ ২-১-২-০, নাজমুল ১-০-৩-০)।
বাংলাদেশ ১ম ইনিংস: ১১৫.৫ ওভারে ২৯৮ (মাহমুদুল ১৩৭, লিটন ৪১, ইয়াসির ২২, মিরাজ ২৯, ইবাদত ০*; অলিভিয়ের ১/৩৬, উইলিয়ামস ৩/৫৪, হারমার ৪/১০৩, মুল্ডার ১/২৩)।